অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। আফগানিস্তানের এক কুয়ায় আটকা পড়া শিশুকে চার দিন পর মৃত উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণের প্রদেশ জাবুলে দিনভর চেষ্টার পর শুক্রবার দুপুরের পর হায়দার নামের ৬ বছরের শিশুটিকে কুয়ার ভেতর থেকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারীরা।
তবে এক স্থানীয় সাংবাদিক বিবিসি’কে জানায়, কুয়া থেকে বের করে আনার সময় শিশুটি সাড়াহীন ছিল। নিশ্বাস নিচ্ছিল না। উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবার থেকে কুয়ার ভেতর তারা কোনো শব্দ-আওয়াজ শুনতে পায়নি।
এর আগে আটকা পড়া শিশুটি তার বাবার সঙ্গে কথা বলেছিল। জাবুলের তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা জানান, গত মঙ্গলবার প্রত্যন্ত গ্রাম শোকাকে রাস্তা থেকে পড়ে এক কুয়ায় আটকা পড়ে হায়দার।
এএফপি নিউজ এজেন্সি জানায়, খাদের ১০ মিটার (৩৩ ফুট) নিচে আটকা পড়ে শিশুটি। যা প্রায় ২৫ মিটার (৩৩ ফুট) গভীর বলে মনে করা হচ্ছে। শিশুটির কাছে পৌঁছানোর জন্য এক নর্দমা খনন করে উদ্ধারকারীরা।
তবে অনেক চেষ্টা সত্ত্বেও জীবিত উদ্ধার করা যায়নি হায়দারকে। শিশুটির মৃত্যুতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ উপদেষ্টা আনাস হাক্কানি টুইটে জানান, ‘খুব দুঃখের সঙ্গে জানায়, শিশু হায়দার আমাদের চিরতরে ছেড়ে চলে গেছে। ’
এই মাসের শুরুতে মরক্কোতে একটি সরু ৩২ মিটার গভীর (১০০ ফুট) শুষ্ক কূপে পাঁচ দিন আটকে থাকার পর প্রাণ হারায় রায়ান নামের এক পাঁচ বছরের শিশু। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করা হলেও শেষ পর্যন্ত তাকে মৃত উদ্ধার করা হয়।