অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। রাশিয়া সেনা সরিয়ে আনার কথা বললেও এখনও ইউক্রেনের পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। বরং ইউক্রেনকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই রাশিয়া-আমেরিকার সম্পর্কের অবনতি হচ্ছে।
স্বাভাবিকভাবেই ইউক্রনে যুদ্ধের আশঙ্কা ক্রমশই বাড়ছে। পরিস্থিতির কারণে ইউক্রেনে থাকা ভারতীয়দের ঘরে ফেরাতে তৎপর হল নয়াদিল্লি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, করোনার কারণে আন্তর্জাতিক উড়ানের ওপর যে সমস্ত বিধিনিষেধ জারি রয়েছে ইউক্রেন থেকে ভারতে আগত উড়ানের ক্ষেত্রে সেগুলি কিছুটা শিথিল করা হচ্ছে।
ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকরা যাতে দ্রুত দেশে ফিরতে পারেন তার জন্যই এই ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে উড়ানের সংখ্যাও। ভারতীয় নাগরিকদের শীঘ্র দেশে ফেরাতে কমার্শিয়াল বিমানের পাশাপাশি চাটার্ড বিমানও ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউক্রেনের চলতি জটিল অবস্থা ও যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে ভারত ও ইউক্রেনের মধ্যে চলাচলকারী উড়ানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
একই সঙ্গে বিমানে যাত্রী সংখ্যার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ছিল সেগুলিও আপাতত বাতিল করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরাতে ইউক্রেন থেকে কমার্শিয়াল উড়ানের পাশাপাশি প্রয়োজনে চার্টার উড়ানও চালানো হবে। ইতিমধ্যেই দেশের বিমান সংস্থাগুলিকে উড়ানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবারই ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত চাহিদা মেটাতে উড়ানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ ইউক্রেন থাকা বহু ভারতীয় নাগরিক অবিলম্বে দেশে ফেরার জন্য দূতাবাসের কাছে অবিলম্বে উড়ানের সংখ্যা বাড়ানোর আবেদন করেছেন।
দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় পড়ুয়াদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।