অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ যাবৎকালের বৃহত্তম সাইবার হামলার মুখে পড়েছে ইউক্রেন। প্রাথমিক ভাবে এর পেছনে রাশিয়া রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ইউক্রেনের সরকারি সংস্থার বিবৃতিতে বলা হয়, দেশটির প্রতিরক্ষা দপ্তরসহ অন্তত দুইটি ব্যাংক বৃহস্পতিবার এই সাইবার হামলার শিকার হয়েছে। সিএনএন, রয়টার্ইস।
উক্রেনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের ওয়েবসাইটে কেউ ওপেন করতে পারছে না। এ ধরনের সাইবার হামলাকে বলা হয় ‘ডিট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডিওএস)’। এর আগেও রাশিয়া একাধিকবার ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এবারের সাইবার হামলার ব্যাপ্তি অনেক বড়।
হ্যাকিংয়ের ঘটনার জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। স্টেট সার্ভিস অফ স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন অফ ইউক্রেনের (SSSCIP) ডেপুটি চেয়ারম্যান ভিক্টর ঝোরা এ ঘটনার তদন্ত করছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংগত কারণেই দেশটিতে ব্যাংকের এটিএমের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছিল। কিন্তু এদিন হঠাৎ করে এটিএম বুথগুলো অচল হয়ে যায়। এতে মানুষের মনে আতঙ্কও দেখা দেয়।
এ দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনা বাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, রুশ বাহিনী ইউক্রেন সীমান্ত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় যুদ্ধের উত্তেজনা খানিকটা হলেও কমেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ইউক্রেনে এ সময় সাইবার হামলার ঘটনা নতুন করে উত্তেজনা ছড়াতে পারে।