অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। এলআইসিতে এমন অনেকেরই জীবন বীমা পলিসি কেনা থাকে যাদের পরিবার কখনও সেই অর্থ দাবী করতে আসেন না। পলিসি হোল্ডারের মৃত্যু হলেও পরিবারের তরফ থেকে কোনো রকম দাবি আসেনি, এমন বহু কেস রয়েছে এলআইসিতে। তাই পলিসি হোল্ডারদের টাকার জমতেই থাকছে সংস্থার কাছে।
এই মুহূর্তে এলআইসি তহবিলে প্রায় 21 হাজার 539 কোটি টাকা রয়েছে, যে টাকার কোনো দাবিদার নেই। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে এলআইসি কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এলআইসির তহবিলে 21,539 কোটি টাকা পড়ে রয়েছে যার কোনো দাবিদার নেই। এদিকে 2022 সাল পর্যন্ত এই টাকা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
2018 সালের 31 শে মার্চ পর্যন্ত তথ্যের ভিত্তিতে এলআইসির তরফ থেকে জানানো হয়েছিল তাদের কাছে 10,509 কোটি টাকা পড়ে রয়েছে। দুই হাজার কুড়ি সালের মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় 16 হাজার 52 কোটি টাকা। 2021 সালের মার্চ মাসে জানানো হয় এই টাকা বেড়ে দাঁড়িয়েছে 18,495 কোটি টাকায়। প্রত্যেক বছর পাল্লা দিয়ে বাড়ে টাকার অংকটা।
বাজার নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুসারে প্রত্যেক বীমা সংস্থাকে তাদের নিজস্ব ওয়েবসাইটে 1000 টাকা বা তার বেশি পরিমাণ দাবিহীন অর্থ সংক্রান্ত তথ্য প্রদর্শন করতে হবে। 10 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও তা চালিয়ে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে পলিসি হোল্ডার বা তার উত্তরাধিকারীদের সাহায্য করার নির্দেশিকা দিয়েছে সেবি।