অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। দুরবস্থা পিছু ছাড়ছে না অ্যাতলেতিকো মাদ্রিদের। লা লিগা চ্যাম্পিয়নরা এবার ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে একাবারে তলানির দল লেভান্তের বিপক্ষে।
ম্যাচের ৫৪তম মিনিটে দে ফ্রুটোসের পাসে ডি-বক্সের মাঝখান থেকে জাল খুঁজে নেন গঞ্জালো মেলেরো। এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় লেভান্তে। যোগ করা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ডি-বক্সের জটলার ভেতর থেকে দুর্দান্ত এক ভলি থেকে অ্যাতলেতিকোকে সমতাটা প্রায় এনে দিয়েছিলেন অ্যাঞ্জেল কোরেয়া।
কিন্তু ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এর এক মিনিট পরেই আরেকটি গোল হজম থেকে বেঁচে যায় দিয়েগো সিমিওনের দল। মাঝমাঠ থেকে নেওয়া মাইকেল মালসার দর্শনীয় শট লাগে গোল বারে। তবে নাটক তখনো বাকি। একেবারে শেষ মিনিটে ফ্রি-কিক পায় অ্যাতলেতিকো।
দলকে সমতায় ফেরাতে লেভান্তের গোলপোস্টের সামনে জটলা বাঁধে সিমিওনের সব শিষ্য। উঠে আসেন গোলরক্ষক ইয়ান ওবলাকও। সেট-পিস থেকে নেওয়া শটে শেষ সেকেন্ডে দুর্দান্ত হেডও নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য অ্যাতলেতিকোর, ওবলাকের হেড চলে যায় লেভান্তের গোলপোস্টের খানিক ওপর দিয়ে। এই নিয়ে শেষ ১০ ম্যাচের মধ্যে ৬টিতে হারল অ্যাতলেতিকো।
২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১৫। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার শেষে লেভান্তে।