অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। এবার শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণার বাড়িতে তল্লাশি চালাল আয়কর দফতর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার এই তল্লাশি অভিযান চালানো হয়। সূত্র মারফত খবর, চিত্রা রামকৃষ্ণার বিরুদ্ধে কর ফাঁকি-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
পাশাপাশি তাঁর বিরুদ্ধে এক আধ্যাত্মিক গুরুকে শেয়ার বাজার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হস্তান্তর করার অভিযোগও রয়েছে। উল্লেখ্য, চিত্রা রামকৃষ্ণা ২০১৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় স্টক এক্সচেঞ্জের সিইও ছিলেন।
ব্যক্তিগত কারণে তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। স্টক এক্সচেঞ্জের শীর্ষকর্তার পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁর বাড়িতে আয়কর হানা। আয়কর দফতরের কর্তারা চিত্রা রামকৃষ্ণকে এদিন জিজ্ঞাসাবাদও করেছে।
তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।স্টক এক্সচেঞ্জের সিইও থাকাকালীন আনন্দ সুব্রহ্মণিয়মকে স্টক এক্সচেঞ্জের গ্রুপ অপারেটিং অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টরের পরামর্শদাতা পদে নিয়োগ করেন চিত্রা রামকৃষ্ণ।
আনন্দের নিয়োগ নিয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আগেই আপত্তি তুলেছিল। পাশাপাশি চিত্রা এক ধর্মীয় গুরুকে সঙ্গে শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ। চিত্রা নিজেও সেই অভিযোগ অস্বীকার করেননি।
চিত্রার দাবি, ওই ধর্মগুরু হিমালয়ের বাসিন্দা। তিনি ঐশ্বরিক ক্ষমতার অধিকারী।আয়কর অভিযানের চলাকালীন সেবি এক বিবৃতি জারি করে জানিয়েছে, স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ তথ্য কারও হাতে তুলে দেওয়া বা কারও সঙ্গে ভাগ করে নেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ। কারণ এই তথ্য পাচারে স্টক এক্সচেঞ্জের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে।