Inaugurated: বিলোনীয়ায় সার গোদাম ও বীজাগারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়

 

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৭ ফেব্রুয়ারী।। বিলোনীয়ার সাড়াসীমাস্থিত বিবেকানন্দ কলোনীতে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার প্রধান সার গোদাম ও বীজাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়।

সার গোদাম ও বীজাগারের উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের হাতের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। এরফলে কৃষকদের উৎপাদন খরচ অনেকটাই কমছে। বিলোনীয়ায় সার গোদাম ও বীজাগারের উদ্বোধনের ফলে এই অঞ্চলের কৃষকদের এখন থেকে সারের জন্য আর গোমতী জেলার উপর নির্ভর করতে হবে না। তাছাড়া কৃষকদের উৎপাদিত ধান যাতে নষ্ট না হয় সে বিষয়ে সরকারের নজর রয়েছে। কৃষকগণ তাদের ধান বীজাগারে রাখতে পারবেন। কৃষিমন্ত্রী বলেন, পিএম কিষাণ ও ফসল বীমা যোজনার ফলে কৃষকদের ফসল উৎপাদনের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা এখন ন্যূনতম সহায়কমূল্যে ধান বিক্রয় করে লাভবান হচ্ছেন। বর্তমান সরকার কৃষিক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন এই সার গোদাম ও কমপ্লেক্স কৃষকদের সার্বিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই কমপ্লেক্সে রয়েছে ৩ হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন সার গুদাম। ব্যয় হয়েছে ২ কোটি ৮১ লক্ষ টাকা। ১ হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন ধানের গোদাম তৈরি করতে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। ২০০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন বীজাগার তৈরিতে ব্যয় হয়েছে ১৯ লক্ষ ৮৮ হাজার টাকা এবং বীজ প্রক্রিয়াকরণ প্রকল্পে ব্যয় হয়েছে ৭ লক্ষ ৫৭ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, সহকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?