অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। চ্যাম্পিয়নস লিগের ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে প্রায় হারিয়েই দিয়েছিল অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গ। তবে কিংসলে কোম্যানের শেষ মুহূর্তের গোলে স্বস্তির ড্র পেয়েছে জার্মান জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে অস্ট্রিয়া সফরে গিয়ে হারের হাত থেকে বেঁচেছে বায়ার্ন। সালজবুর্গের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যদের। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান কোম্যান।
টমাস মুলারের ফ্লিক সালজবুর্গের এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে আসে ফরাসি উইঙ্গারের পায়ে। প্রতিপক্ষের এক খেলোয়াড় বাধা দিলেও মুহূর্তে জাল খুঁজে নেন কোম্যান।ঘরের মাঠে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল সালজবুর্গ।
কাউন্টার অ্যাটাকে ব্র্রেন্ডন আরনসনের থেকে বল পেয়ে ২১তম মিনিটে কোনাকুনি শটে বল জালে পাঠান বদলি হিসেবে মাঠে নামা চুকুবুইকে আদামু। লিড ধরে রাখার জন্য এরপর রক্ষণে মনোযোগ দিয়ে বায়ার্নের স্বস্তি কেড়ে নেয় অস্ট্রিয়ান ক্লাবটি।ফিরতি লেগে ৯ মার্চ সালজবুর্গকে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আতিথেয়তা দেবে বায়ার্ন।