অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। দীর্ঘদিন ধরে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে। তবে কাতালান পত্রিকা স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়া নিশ্চিত নয় ফরাসি ফরোয়ার্ডের। এমবাপ্পের লিভারপুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।
চলতি মৌসুম শেষে ফরাসি তারকা অ্যানফিল্ডে যেতে পারেন বলে ভাবছেন, এমনটাই উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করায় এমবাপ্পের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এই গ্রীষ্মে। এরপর পার্ক দে প্রিন্সেসে তাকে আর দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে ২৩ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তির চেষ্টা করছে রিয়াল। অনেক ফুটবল বোদ্ধাও মনে করছেন, এমবাপ্পের পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে মাদ্রিদ।
তবে কাতালান পত্রিকা স্পোর্ট জানিয়েছে, দলবদল নিয়ে বিস্তারিত কিছু এখনো পর্যন্ত কাগজে কলমে হয়নি। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে এমবাপ্পের।
এছাড়া তার সম্ভাব্য ঠিকানার তালিকায় রয়েছে লিভারপুলও। কারণ অলরেডরা তাকে চায়। প্রতিবেদনে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদকে পছন্দ করে এমবাপ্পে। কিন্তু লস ব্লাঙ্কোসদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ খেলার পর তিনি বুঝতে পেরেছেন ক্লাবটি পিএসজির চেয়েও খারাপ। তাদের খেলা দেখে তিনি হতাশ। তাই বিকল্প পথগুলোও খতিয়ে দেখছেন। ’
এদিকে এমবাপ্পের জন্য পিএসজি মোটা অংকের নতুন একটি প্রস্তাব দিতে পারে। যা রিয়ালের দেওয়া প্রস্তাবের চেয়েও বেশি হতে পারে।