অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। টটেনহামের কোচ আন্তনিও কন্তে মনে করেন, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর পর তার দল আরও দুর্বল হয়ে পড়েছে। মৌসুমের মাঝপথে দল-বদলের সময় মাত্র দুই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে স্পার্সরা। কিন্তু চলে গেছে চারজন।
ট্রান্সফারের শেষদিনে জুভেন্টাস থেকে দেজান কুলুসেভস্কি ও রদ্রিগো বেনতানকারকে নিয়ে আসে টটেনহাম। কিন্তু তারা ধারে পাঠায় ট্যাঙ্গুই এনদোম্বেলে ও জিওভানি লো সেলসোকে। টটেনহাম থেকে ফ্রি ট্রান্সফারে এভারটনে যোগ দিয়েছেন দেলে আলি এবং ভ্যালেন্সিয়ায় চলে গেছেন ব্রায়ান গিল।
গুরুত্বপূর্ণ এই চার খেলোয়াড়কে হারিয়ে কন্তে জানালেন, দুর্বল হয়ে গেছে টটেনহাম। স্কাই স্পোর্ট ইতালিয়াকে স্পার্স কোচ বলেন, ‘জানুয়ারিতে যা হয়েছে তা সহজ ছিল না। আমরা চার খেলোয়াড়কে হারিয়েছি। চারজনই টটেনহামের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা এনেছি কেবল দুজনকে। ’
গত ২ নভেম্বর টটেনহামের দায়িত্ব নেন কন্তে। এরপর প্রিমিয়ার লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত ছিলেন ছিল স্পার্স। চেলসি-ইন্টার মিলানের সাবেক ইতালিয়ান কোচ আরও বলেন, ‘এমনকি সংখ্যার দিক থেকেও, শক্তিশালী করার পরিবর্তে আমরা কাগজে কলমে দলকে দুর্বল করে দিয়েছি।
চলতি মৌসুমে তেমন ভালো অবস্থানে নেই স্পার্সরা। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আটে আছে কন্তের দল। তালিকার শীর্ষ পাঁচে থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ তো বটে ইউরোপা লিগেও জায়গা হবে না টটেনহামের।