অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। ক্রাইস্টচার্চে যখন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্ট শুরু তখন ঘুমে উপমহাদেশের লোকজন। আর ঘুম থেকে উঠেই দেখলেন, প্রথম দিনেই শেষ প্রোটিয়াদের ইনিংস। লিড নিয়েছে কিউইরা।
সাদা পোশাকের ক্রিকেটে এমন ঘটনা যে ঘটে না তা নয়, ক্রাইস্টচার্চ টেস্টেও তাই হলো। হ্যাগলি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেছে দ. আফ্রিকার প্রথম ইনিংস। যা কিউইদের বিপক্ষে টেস্টে তাদের সর্বনিম্ন স্কোর।
হ্যাগলি ওভালের উইকেট যেন স্বর্গ হয়ে উঠেছিল পেসারদের জন্য। প্রথম দিনে যে ১৩ উইকেট পড়ল তার সব নিয়েছেন পেসাররা। তার মধ্যে কিউইদের শিকার ১০ আর প্রোটিয়াদের ৩। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ে ম্যাট হেনরি ২৩ রান দিয়ে একাই নিয়েছেন ৭ উইকেট।
ঘরের মাটিতে টেস্টে নিউজিল্যান্ডের হয়ে যুগ্ম বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটে শিকারের রেকর্ডও গড়লেন তিনি। ১৯৭৬ সালে বেসিন রিজার্ভে ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন স্যার রিচার্ড হ্যাডলি। দুজনই আবার ক্রাইস্টচার্চের স্থানীয় বাসিন্দা। অন্যদিকে লজ্জার রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। ১৯৩২ সালের পর প্রথমবারের মতো প্রথম ইনিংসে শতরানের নিচে অলআউট হলো তারা।
৫০ ওভারও ব্যাট করতে পারেনি সফরকারী দল। যে চার ব্যাটার দুই অঙ্কের দেখা পেয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ২৫ রান জুবায়ের হামজার। নিউজিল্যান্ড দিন শেষ করেছে ২১ রানে এগিয়ে থেকে। শুরুতে দুই ওপেনারকে হারালেও স্বাগতিকদের তিন অঙ্কের ঘর পার করে দেন ডেভন কনওয়ে (৩৬) ও হেনরি নিকোলস (৩৭*)। ৩ উইকেটে ১১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে কিউইরা।