স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৬ ফেব্রুয়ারী।। ঊনকোটি জেলার কৈলাসহরে সচিবালয়ের করনিক পদের জন্য টি পি এস সি’র ৭টি পরীক্ষা কেন্দ্র খোলা হবে। উল্লেখ্য, আগামী ১৯ জুন সচিবালয়ের করনিক পদে পরীক্ষা গ্রহণের জন্য এই পরীক্ষা কেন্দ্রগুলি খোলা হবে।
কৈলাসহরের আরকেএসপি, আরকেআই, ভগিনী নিবেদিতা দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়, শ্রীরামপুর এসএম এইচএস স্কুল, নেতাজী বিদ্যাপীঠ, শিশুনিকেতন ও রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল কৈলাসহর মহকুমা শাসকের অফিস কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টিপিএসসি’র সচিব নির্মল আধিকারী। সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা, টিপিএসসি’র উপ-সচিব এম জি বিশ্বাস, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, আই সি ও সুকান্ত মলসই প্রমুখ।
কৈলাসহরের ৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ১ হাজার ৭০৬জন পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষাকে কেন্দ্র করে জেলার অতিরিক্ত জেলাশাসক পর্যবেক্ষক হিসাবে ও কো-অর্ডিনেটর হিসাবে মহকুমা শাসক দায়িত্বে থাকবেন।
পরীক্ষার্থীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক ও পরীক্ষাকেন্দ্রে তারা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে আসন গ্রহণ করতে হবে বলে সভায় জানানো হয়।