স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৬ ফেব্রুয়ারী।। রাজীব গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন তৎকালীন টিএনভি মেতা বিজয় রাঙ্খলের সাথে কয়েকটি বিষয় নিয়ে চুক্তি হয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ধলাই জেলার শিকারিবাড়িতে থাকা প্রসার ভারতী কেন্দ্রটি।
চুক্তি মোতাবেক এই কেন্দ্র টি গড়ে উঠলেও এখনো পর্যন্ত সঠিক ভাবে চালু হয়নি। খবর নিয়ে যতটুকু জানা গেছে এই প্রসার ভারতী কেন্দ্রটিতে সমস্ত ধরনের পরিকাঠামো তৈরি করা হয়েছিল বহু বছর আগেই।
কিন্তু সেটাকে চালু করা হয়নি। এখানে থাকা কর্মীদের কাছ থেকে যতটুকু জানা গেছে ৭-৮ বছর আগে এই কেন্দ্রটি চালু করা হয়। তবে এখান থেকে কোন কিছু করা হচ্ছে না। আগরতলা থেকে যে অনুষ্ঠান গুলো সম্প্রচারিত হচ্ছে এখান থেকে সেগুলিকে রিলে করা হয় শুধুমাত্র।
যদিও এখানে স্টুডিও থেকে শুরু করে সবকিছু তৈরি করা হলেও তা কোনোভাবেই কাজে লাগছে না। যদি পুরোপুরিভাবে এই কেন্দ্রটি চালু করা হতো তাহলে স্বাভাবিকভাবেই কিছু সংখ্যক মানুষের কর্মসংস্থান হওয়ার একটি সুযোগ তৈরি হতো।
বিশাল আকার এই ভবনটিতে কোন কিছুই নেই। সেদিনের সেই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আজও অধরা হয়ে রইল। তবে আগামীদিন এই প্রসার ভারতী কেন্দ্রটি সঠিকভাবে এখানে চালু হোক সেটাই চাইছে এলাকার মানুষ।