অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস জানিয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী কারেনি রাজ্যে সাধারণ মানুষকে হত্যা করছে, তাদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে, যা যুদ্ধাপরাধের সমান। মঙ্গলবার এ সংগঠনের প্রকাশিত এক প্রতিবেদনে এসব বলা হয়।
বুধবার আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে প্রতিবেদনটি প্রকাশ করা হলো। আসিয়ানের সদস্য দেশগুলোকে ফর্টিফাই রাইটস মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্র ও প্রযুক্তি বিক্রি নিষিদ্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নির্দেশিত নিষেধাজ্ঞা অনুসরণের করার সুপারিশ করেছে।
বিবৃতিতে ফর্টিফাই রাইটসের আঞ্চলিক পরিচালক ইসমাইল উলফ বলেন, মিয়ানমারের সামরিক সরকার বিশ্ববাজার থেকে অস্ত্র কিনে সাধারণ মানুষ হত্যা করছে এবং এটি অবশ্যই বন্ধ করা উচিত।
তিনি বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনীকে পুনর্বিবেচনা করতে বাধ্য করতে একটি পরিষ্কার ও সুনির্দিষ্ট উদ্যোগ নেয়া প্রয়োজন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভাবে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং তা সমর্থন করা আসিয়ানের জন্য বুদ্ধিমানের কাজ হবে।
‘মিয়ানমারের কারেনি (কায়াহ) রাজ্যে চলমান যুদ্ধাপরাধ: মে ২০২১ থেকে জানুয়ারি ২০২২’ শীর্ষক ৩৬ পৃষ্ঠার প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনী এ সময়ে ওই রাজ্যে অন্তত ৬১ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়।