অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। কেরিয়ারের প্রায় সায়াহ্নে চলে এসেছেন সময়ের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বয়স ত্রিশের ঘরে পা রেখেছেন নেইমারও।
আগামী দিনের ফুটবল বিশ্ব শাসনের ইঙ্গিত দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং ব্রট হালান্দ। দুজনেই কিশোর বয়স পার করে এসেছেন মাত্র দুয়েক বছর হয়।
তবে বেশ কয়েকজন টিনেজ তারকা ইতোমধ্যে সাড়া ফেলে দিয়েছেন ফুটবল বিশ্বে। যাদেরকে ভাবা হচ্ছে আগামী দিনের তারকা। সম্প্রতি বিশ্বের মোট ৫০ জন তরুণ প্রতিভাবান ফুটবলার নিয়ে এক তালিকা প্রকাশ করেছে ‘ফোর ফোর টু’ ম্যাগাজিন।
যেখানে রয়েছে বার্সেলোনার তিন তরুণ— গাবি, পেদ্রি ও আনসু ফাতি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের রয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। এই তালিকায় চমক হিসেবে আছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ১৫ বছর বয়সী স্ট্রাইকার এন্ডরিক ফেলিপে। অনেকে এই কিশোরের মধ্যে নেইমারের ছায়া খুঁজে পাচ্ছেন।
৫০ জনের এই তালিকা থেকে ২০ জনের এক সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম। পাঠকদের উদ্দেশ্যে তা এখানে তুলে ধরা হলো—
১. জুড বেলিংহাম (১৮ বছর), বরুশিয়া ডর্টমুন্ড
২. পেদ্রি (১৯ বছর), বার্সেলোনা
৩. আনসু ফাতি (১৯ বছর), বার্সেলোনা
৪. হার্ভে এলিয়ট (১৮ বছর), লিভারপুল
৫. জামাল মুসিয়ালা (১৮ বছর), বায়ার্ন মিউনিখ
৬. গাবি (১৭ বছর), বার্সেলোনা
৭, ফাবিও কারভালহো (১৯ বছর), ফুলহাম
৮. এন্ডরিক (১৫ বছর), পালমেইরাস
৯. ফ্লোরিয়ান রিজ (১৮ বছর), বেয়ার লেভারকুজেন
১০. রায়ান গ্রাবেনবার্চ (১৯ বছর), আয়াক্স
১১. ভেলেন্তিনো লিভ্রামেন্তা (১৯ বছর), সাউদ্যাম্পটন
১২. ইউসোফা মউকোকো (১৭ বছর), বরুশিয়া ডর্টমুন্ড
১৩. এদুয়ার্দো কামাভিঙ্গা (১৯ বছর), রিয়াল মাদ্রি
১৪. জিওভানি রেইনা (১৯ বছর), বরুশিয়া ডর্টমুন্ড
১৫. আমাদ দিয়ালো (১৯ বছর) রেঞ্জার্স (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে)
১৬. জেরেমি ডোকু (১৯ বছর), রেঁনে
১৭. গাব্রিয়েল ভেরন (১৯ বছর), পালমেইরাস
১৮. লিয়াম দেলাপ (১৯ বছর), ম্যানচেস্টার সিটি
১৯. নোনি মাদুয়েকে (১৯ বছর), পিএসভি
২০. চার্লি পাতিনো (১৮ বছর), আর্সেনাল