অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। লিওনেল মেসির নামের সঙ্গে জড়িয়ে আছে অনেক রেকর্ড। তবে এবার এমন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, যা একেবারে যায় না তার সঙ্গে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড গড়েছেন মেসি।
মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করে রেকর্ডটি গড়েন ৩৪ বছর বয়সী তারকা। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে পিএসজি।
তবে তার আগে ফরাসি ফরোয়ার্ডকে রিয়াল ডিফেন্ডার কারভাহাল ডি-বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় মাউরিসিও পচেত্তিনোর দল। ৬২তম মিনিটে স্পট কিকে মেসির নেওয়া নিচু শট রুখে দেন থিবু কোর্তোয়া। বেলজিয়ান গোলরক্ষকের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরির পাশে বসলেন মেসি। ২৩ পেনাল্টিতে ৫টি হাতছাড়া করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। এর আগে এই রেকর্ডটির একক মালিক ছিলেন অঁরি।
অবশ্য চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেলেন মেসি। তবে পর্তুগিজ উইঙ্গার সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর থেকে রিয়ালের বিপক্ষে কোনো গোল ও অ্যাসিস্ট করতে পারেননি মেসি। ২০১৮/১৯ মৌসুমে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো।