অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। নেইমারের চাতুর্যপূর্ণ ব্যাকহিল থেকে বল পেয়ে গোলরক্ষক থিবু কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন তিনি।
এমবাপ্পে ম্যাচ জেতালেও সতীর্থ মার্কো ভেরাত্তিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ইতালিয়ান মিডফিল্ডারকে বার্সেলোনার সাবেক দুই সতীর্থ জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তোর সঙ্গে তুলনা করেছেন নেইমার।
রিয়ালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নেইমার। চোটে পড়ায় নভেম্বরের পর এই প্রথম মাঠে দেখা গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। তার পাস থেকে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জাল খুঁজে নেন এমবাপ্পে। এই ম্যাচে মাঝমাঠে দুর্দান্ত খেলেছেন ভেরাত্তি।
ম্যাচ শেষে দীর্ঘদিনের পিএসজি সতীর্থের প্রশংসা করে নেইমার বলেন, ‘আমি জানি, ভেরাত্তি এক চমৎকার খেলোয়াড়। তবে আমি চিন্তা করি নাই সে এতোটা দর্শনীয়। ’
বার্সায় থাকাকালীন ব্রাজিলিয়ান তারকা সতীর্থ হিসেবে পেয়েছিলেন দুই কিংবদন্তি মিডফিল্ডার জাভি ও ইনিয়েস্তাকে। তাদের সঙ্গে ভেরাত্তির তুলনা করে নেইমার বলেন, ‘সে প্রতিভাবান। আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে সেরা মিডফিল্ডারদের একজন সে। সে জাভি ও ইনিয়েস্তার মতো। ’