অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। শেষ মুহূর্তের গোলে পিএসজিকে জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।
দীর্ঘদিন ধরে মাদ্রিদে যাওয়ার কথা চলছে এমবাপ্পের। এই গ্রীষ্ম মৌসুমেও ফরাসি ফরোয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ছিল রিয়াল। আর সেই লস ব্লাঙ্কোসদেরই হারিয়ে দিলেন ২২ বছর বয়সী তারকা।
রিয়ালও বুঝল, কেন তাদের এমবাপ্পেকে দরকার। অতিরিক্ত যোগ করা চতুর্থ মিনিটে নেইমারের চাতুর্যপূর্ণ ব্যাকহিলে বল পেয়ে বাম পাশ ধরে রিয়ালের ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। এরপর তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলরক্ষক থিবু কোর্তোয়ার পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান ফরাসি তারকা।
নাটকীয় এই গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি এগিয়ে যেত পারতো তার আগে। কিন্তু পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। ৬০তম মিনিটে বল নিয়ে দ্রুত গতিতে ডি-বক্সের ভেতর ঢুকে পড়া এমবাপ্পেকে ফাউল করেন ডিফেন্ডার দানি কারভাহাল। এর দুই মিনিট পর স্পট-কিক নেন মেসি।
কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাঁ-পায়ে নেওয়া নিচু শট রুখে দেন দেন কোর্তোয়া। তবে শেষ পর্যন্ত গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি কার্লো আনচেলত্তির দল।
দ্বিতীয়ার্ধে আনহেল দি মারিয়ার বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নেইমার। নভেম্বরের পর এই প্রথম মাঠে দেখা গেল ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৩তবারের শিরোপা জয়ী রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুত ৯ মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলবে পিএসজি।