অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। অবশেষে ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই পর্তুগিজ তারকার গোলে ম্যানচেস্টার ইউনাইটেডও পেয়েছে সহজ জয়।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে ২-০ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ওঠে এসেছে রাল্ফ রাংনিকের দল।
প্রথমার্ধে পর্যন্ত রেড ডেভিলদের আটকে রেখেছিল ব্রাইটন। তবে বিরতি থেকে ফিরেই গোলের দেখা পান রোনালদো। ৫১তম মিনিটে স্কট ম্যাকটমিনির পাসে ইউনাইটেডকে এগিয়ে দেন রোনালদো। এর তিন পর পর ১০ জনের দল হয়ে পড়ে ব্রাইটন।
অ্যান্থনি এলেঙ্গাকে ফাউল করে বসেন এই ডিফেন্ডার। ভিএআর দেখে ব্রাইটন অধিনায়ককে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে পল পগবার পাসে ইউনাইটেডের ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস।