অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে ফের ওল্ড ট্রাফোর্ডে ফিরেছেন সিআর সেভেন।
রোনালদোর সেই শৈশবের ক্লাবকে উড়িয়ে দিয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে লিসবনে গিয়ে ৫-০ গোলে জিতেছে সিটিজেনরা। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রাখল গত আসরের ফাইনালিস্টরা।
পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিং লিসবনের বিপক্ষে প্রথমার্ধেই চার গোল দিয়ে বসে পেপ গার্দিওলার দল। কেভিন ডি ব্রুইনের পাস থেকে ম্যাচের ৭ম মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় সিটি। এরপর ১৭ ও ৪৪ মিনিটে জোড়া গোল করেন সাবেক বেনফিকা তারকা বার্নার্দো সিলভা।
তার আগে মাহরেজের পাস থেকে ৩২তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন। ৫৮তম মিনিটে সিলভার পাস থেকে সিটির শেষ গোলটি করেন রহীম স্টার্লিং। ১৬ মার্চ ম্যানচেস্টার সিটির মাঠে ফিরতি লেগ খেলবে স্পোর্টিং লিসবন।