Education: সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছে, জানালেন কৃষিমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৬ ফেব্রুয়ারী।। রাজ্য সরকার শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। শিক্ষার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার কাজ করে চলেছে।

আজ উদয়পুর টাউনহলে ২০২০-২১ অর্থবছরের উদয়পুর মহকুমার সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত সংখ্যালঘু ছাত্রীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ কথা বলেন।

তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, শিক্ষা একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। পড়াশুনা মেয়েদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা নিয়ে থাকে।

প্রত্যেক মেয়েদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, এখন শিক্ষা ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগগুলি কাজে লাগিয়ে ছাত্রীদের উচ্চ শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে। তবেই তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। তিনি বলেন, রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছে। প্রকল্পগুলি রূপায়ণের কাজও চলছে।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর মহকুমার মহকুমা শাসক অনুরুদ্ধ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রফিক মিঞা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের সদস্য রেজাউল হোসেন, সমাজসেবক তাপস দাস, সমাজসেবক হারুন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ সংখ্যালঘু ছাত্রীদের হাতে মেধাবৃত্তির চেক তুলে দেন। উদয়পুর মহকুমার ২৯টি বিদ্যালয়ের ২৬৪ জন ছাত্রীকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?