অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে। ভারতের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার শতরান করেছিলেন ইডেনে, বাংলাদেশের বিপক্ষে ২০১৯ সালের নভেম্বরে।
বুধবার রাতে কলকাতার এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। ম্যাচটিতে সেঞ্চুরি হাঁকাতে না পারলেও দুটি বিশ্ব রেকর্ডের হাতছানি কোহলির সামনে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ৭৩ রান করলে সর্বোচ্চ রানের তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করবেন ৩৩ বছর বয়সী ব্যাটার। ৩২৯৯ রান নিয়ে এই সিংহাসন দখলে রেখেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
৩২২৭ রান নিয়ে কোহলি আছেন দুইয়ে। আর যদি ৪০ রান করেন তবে উইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হবেন তিনি। সেই সঙ্গে তিনি ভেঙে দেবেন বাবর আজমের রেকর্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫৪০ রান সংগ্রহ করেছেন পাকিস্তানি অধিনায়ক।
৫১৯ রান নিয়ে পরের স্থানে আছেন রোহিত শর্মা। কোহলি করেছেন ৫০১ রান। এই রেকর্ডটি হাতছানি দিয়ে ডাকছে রোহিতকেও। উইন্ডিজের বিপক্ষে সিরিজে কোহলি যদি প্রথম ম্যাচে এই রেকর্ড গড়তে নাও পারেন, তবে বাকি দুই ম্যাচেও রেকর্ড দুটি ভাঙার সুযোগ থাকছে তার।