অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। ভারতীয় জামাই হতে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। করোনাভাইরাসের কারণে আটকে থাকা বিয়েটা এবার সারতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। যার ফলে ‘ম্যাক্সি’ নিশ্চিত করেছেন, পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না তার।
আসন্ন আইপিএলের শুরুর বেশ কয়েকটি ম্যাচও হাতছাড়া করতে পারেন তিনি। এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) থাকছেন অজি তারকা। পাঁচ বছর ধরে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ভিনি রমনের সঙ্গে প্রেম করছেন ম্যাক্সওয়েল।
তাদের আংটি বদল হয়েছে তাও দুই বছর হয়ে গেল। কিন্তু করোনার কারণে আটকে ছিল বিয়েটা। তবে এবার নতুন জীবনে পা রাখতে যাচ্ছে ম্যাক্সি। আগামী ২৭ মার্চ মেলবোর্নের ব্ল্যাকবার্ন রোডের একটি হলে ম্যাক্সওয়েল-রমনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
কেবল ম্যাক্সওয়েল নয়, ঐতিহাসিক পাকিস্তান সফরের জন্য আইপিএলের শুরুর দিকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজলউড, ম্যাথু ওয়েড ও ড্যানিয়েল সামসকেকে।
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া তিন টেস্ট, তিন ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ, রাওয়ালপিন্ডিতে। অজিরা সফরের শেষ ম্যাচ খেলবে ৫ এপ্রিল। এদিকে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২২ আইপিএল শুরু হবে মার্চের শেষ সপ্তাহ থেকে।