অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। বিশ্বের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে (UP) এবার ৭ দফা বিধানসভা নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই দুই দফা ভোট মিটে গিয়েছে। কিন্তু পরবর্তী দফার ভোটগুলির আগে বিজেপির উদ্বেগ বাড়িয়ে তুলল সংযুক্ত কিষান মোর্চা।
উত্তরপ্রদেশে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য ‘মিশন উত্তরপ্রদেশ’ শুরু করল এসকেএম। সংযুক্ত কিষান মোর্চা রাজ্যের প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে কৃষকদের যোগী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ভোট না দেওয়ার আর্জি জানিয়েছে।
রাকেশ টিকায়েত, যোগেন্দ্র যাদব, হান্নান মোল্লার মত এসকেএম নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে ছোট ছোট সভা করছেন। প্রত্যেকটি জায়গাতেই কৃষক নেতারা অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদী সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে।
সরকার কৃষকদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনওটাই পূরণ করেনি। বরং চলতি মাসের ১ তারিখে কেন্দ্রীয় বাজেটে সরকার কৃষি ক্ষেত্রে ভর্তুকি ব্যাপকহারে ছেঁটেছে। কৃষকদের জন্য বাজেটে কিছুই দেওয়া হয়নি। তাই এই সরকারকে কোনওভাবেই ক্ষমতায় রাখা যায় না। মানুষ যেন বিজেপির বিরুদ্ধে ভোট দেয়।
কৃষক নেতা টিকায়েত বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতেই ৯ ডিসেম্বর তাঁরা আন্দোলনের পথ থেকে সরে এসে ছিলেন। কিন্তু মোদী সরকার কৃষকদের যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনওটাই পূরণ করেনি। যদিও তাঁরা ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই দীর্ঘ ১৩ মাস ধরে চলা আন্দোলন প্রত্যাহার করেছিলেন।
টিকায়েত স্পষ্ট জানান, মোদী সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের সঙ্গে পরামর্শ করার কথা বলেছিল। কিন্তু বাস্তবে সেটা করেনি। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা ৪৬ হাজার মামলা প্রত্যাহার করার কথা বললেও করেনি।
আন্দোলন করতে গিয়ে যে সমস্ত কৃষক প্রাণ হারিয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এসব বিষয় মনে রেখেই মানুষের উচিত, উত্তরপ্রদেশ থেকে বিজেপি সরকারকে সরিয়ে দেওয়া।