অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। অবশেষে ভ্যাকসিন বিতর্কের সেই ঘটনার পর নীরবতা ভাঙলেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা জানিয়েছেন, ভবিষ্যতে তিনি টেনিস শিরোপা হাতছাড়া করতে রাজি, তারপরও কভিড ভ্যাকসিন নেবেন না।
বিবিসি’র সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জকোভিচ। ভ্যাকসিন বিরোধী কোনো আন্দোলনে যুক্ত নন বলেও জানান তিনি। তবে মনে করেন, ভ্যাকসিন নেওয়া না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার স্বতন্ত্র অধিকার রয়েছে।
জকোভিচকে জিজ্ঞেস করা হয়েছিল, ভ্যাকসিন বিষয়ে অবস্থানের জন্য তিনি উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনের মতো প্রতিযোগিতা আত্মত্যাগ করতে রাজি কিনা। ৩৪ বছর বয়সী তারকার উত্তর, ‘হ্যাঁ, আমাকে এই মূল্য চুকাতে হবে। ’
গত মাসে ভ্যাকসিন না নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পৌঁছার পর আটক হন জকোভিচ। ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার।
পুরুষদের টেনিসের শীর্ষ বাছাই জকোভিচ জানান, করোনা থেকে সেরে ওঠার পর মেডিকেল ছাড়পত্র পেয়ে তিনি দেশটিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন। তবে ভ্যাকসিন না নেওয়ায় বিপত্তি বাধে। যার ফলে গত অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি তার।