অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। দীর্ঘদিনের চোট কাটিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন এই স্পিনার।
কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাম হ্যামস্ট্রিং পেশিতে চোট পান সুন্দর। সেরে উঠতে বেশ কয়েক দিন লাগতে পারে তার। বিসিসিআই জানিয়েছে, ‘তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাম হ্যামস্ট্রিং পেশিতে চোট পান ওয়াশিংটন সুন্দর। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। ’. উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ভারতের তৃতীয় খেলোয়াড় হিসেবে ছিটকে গেলেন ২২ বছর বয়সী সুন্দর।
এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে ছিটকে যান সহ-অধিনায়ক লোকেশ রাহুল। আর কভিড-১৯ থেকে সেরে পুনর্বাসনে থাকায় ছিটকে যান অক্ষর প্যাটেল।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, ভূবনেশ্বর কুমার, আভাস খান হার্শাল প্যাটেল, রুতুরাজ গাইকওয়ার্ড, দীপক হুডা ও কুলদীপ যাদব।