অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। বর্তমানে টলিপাড়াতে ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে এক জনপ্রিয় মুখকে খুব দাপিয়ে বেড়াতে দেখা যায়। তিনি আর কেউ নন, মধুমিতা সরকার। শরীরী উষ্ণতায় তিনি বলিউডকেও টেক্কা দেন। তার বোল্ড ফটোশ্যুট ঘুম ওড়ায় নেটিজেনদের।
বক্ষ-বিভাজিকা যেন সর্বদাই বেরিয়ে রয়েছে। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা জুটেছে মধুমিতার।সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই অ্যাক্টিভ। তাঁর অনুরাগীর সংখ্যাও রীতিমতো আকাশছোঁয়া। টলিপাড়ার এই হট ডিভা প্রতিদিনই নিজের কোনও না কোনও ছবি ইনস্টা-তে পোস্ট করেন। তিনি যে ভীষণ সাহসী তার পরিচয় পাওয়া যায় তার ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়ত বোল্ড ফটোশ্যুটে। বোল্ড থেকে খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্যেও বেশ স্বাচ্ছন্দ মধুমিতা।
বঙ্গনারী থেকে ওয়েস্টার্ন যে কোনও লুকেই শরীরী ভাঁজে মধুমিতার জুরি মেলা ভার। তার স্টাইল, ফ্যাশন ইত্যাদি নিয়ে দর্শকেরা ভীষণ আগ্রহী। ছোটপর্দার পাখি কিংবা ইমন ফের হট ফটোশ্যুটে রাতের ঘুম উড়ালেন নেটিজেনদের। সপ্তাহের শুরুতেই রবিবার সোশ্যাল মিডিয়ায় কালো রংয়ের পোশাক পড়ে ফটোশুটে ধরা দিয়েছেন অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেই ছবি শেয়ার করেছেন মধুমিতা। নিচে কালো রংয়ের লং স্কার্ট এবং তার উপরে কালো এবং জরির কাজ যুক্ত একটি ট্রান্সপারেন্ট টপ পড়েছেন মধুমিতা।
খোলা চুল, হালকা নুড মেকআপ মোহময়ী করে তুলেছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন ‘রবিবার দিনটা যখন একটু উজ্জ্বল হয়ে ওঠে।’বলা বাহুল্য, টলিপাড়ার দেশি গার্লের এহেন অবতারেই ক্লিন বোল্ড নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোডের সাথে সাথেই তা চূড়ান্ত ভাইরাল হয়েছে। প্রত্যেক বারের মতো এবারেও হাজার হাজার লাইক আর কমেন্টে ভরে উঠেছে মধুমিতার ছবির কমেন্ট বক্স।
নেটিজেনদের অনেকেই এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে জয়দীপ মুখার্জি পরিচালিত মধুমিতা সরকার এবং রাজদীপ গুপ্ত অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘উত্তরণ’ মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়ও হয়েছে। সিরিজটির গল্প মূলত সাইবার অপরাধের পরিণামকে কেন্দ্র করে। এর পাশাপাশি সাইবার ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য এক সাধারণ নারী যে কতটা অদম্য লড়াই লড়তে পারেন ঘটনাও থাকছে এখানে।
রাবরই সাহসী ছবিতে পোজ দিতে অনেকটাই এগিয়ে মধুমিতা। বুকের খাঁজ থেকে অনাবৃত উরু, যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে মধুমিতার। র গা গরম করা ফটোশ্যুটই এখন টক অফ দ্য টাউন। যদিও ট্রোলারদের কুরুচিকর মন্তব্যতেও তিনি নিজের জায়গা থেকে নড়েননি। বরং ট্রোলিংয়ের কড়া জবাব বারংবার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।