অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। আমরা কথা বলছি বড় পর্দায় শক্তিমানের বিষয়ে, তাঁকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে উন্মাদনা। এমনকি টুইটারে ট্রেন্ডিং তালিকাতেও চলে এসেছে শক্তিমান।
একসময় নব্বই দশকের ছেলেমেয়েদের কাছে সুপার হিরো বলতেই ছিল শক্তিমান। বিকেলবেলা টিভির সামনে এসে বসতো কচিকাঁচারা, সেই গঙ্গাধর বিদ্যাধর মায়াধার ওঙ্কার নাথ শাস্ত্রী যিনি ছিলেন আসলে শক্তিমান।
তার অদ্ভুত কিছু কান্ড কারখানা অবাক হয়ে দেখত সবাই এবং অনেকে সেই সময়ে শক্তিমানের সেই সুপার পাওয়ারের নকল করতে ছাড়েনি। বিভিন্ন সময় নকল করতে গিয়ে অনেক বিপদ আপদও ঘটেছে, এতটাই বুঁদ থাকতো যে এই শক্তিমানের যে সবটাই বাস্তব মনে করত তাঁরা।
তবে শক্তিমানের ভূমিকায় অভিনয় করতেন মুকেশ খান্না, যিনি তাঁর অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সেই সময়। তাই সেই সময়ে ভারতের সুপারহিরো বলতে একমাত্র শক্তিমানই ছিল শীর্ষ তালিকায়। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলেছিল শক্তিমান।
এমনকি বর্তমানে আর অভিনয় জগতে তেমন দেখা যায় না মুকেশ খান্নাকে। তবে সোশ্যাল মিডিয়া তিনি বেশ সক্রিয় থাকেন, তাই এবার সোনি পিকচার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় শক্তিমানের যে ছবিটি শেয়ার করা হয়েছে তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
এমনকি সেই ছবির ক্যাপশনে লেখা ভারত ও গোটা বিশ্বে আমাদের অনেক সুপার হিরো ছবি জনপ্রিয়তা পাওয়ার পর এবার সময় এসেছে আমাদের দেশী সুপার হিরোকে মনে করার। তবে আপাতত ছবিতে নায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
তবে ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেড ও মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনাল। ইতিমধ্যেই এই টিজার দেখেই নেট দুনিয়ার মানুষদের মধ্যে বেশ উত্তেজনা ও মিমের ঢল চোখে পড়ছে।