Satellite: মহাকাশে তিনটি স্যাটেলাইট পাঠালো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো

 

অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। মহাকাশে তিনটি স্যাটেলাইট পাঠালো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২০২২ সালে এটি ইসরোর প্রথম মিশন। ভারতের তরফে একটি Polar Satellite Launch Vehicle লঞ্চ করা হয়েছে। সেটি হল PSLV-C52। এর সাহায্যেই তিনটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো।সোমবার ভোরবেলা, ৫ টা ৫৯ মিনিটে এই উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হয়। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই পিএসএলভি রকেট লঞ্চ করা হয়। এর কাউন্টডাউন শুরু হয়েছিল গতকাল। ২৫ ঘণ্টার টানটান উত্তেজনা শেষে আজ ভোরবেলা ৩টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রকেট। এর মধ্যে একটি EOS-04। এর ওজন ১ হাজার ৭১০ কিলোগ্রাম। এটি একটি ব়্যাডার ইমেডিং স্যাটেলাইট। ভারতের আবহাওয়া, কৃষি, বন সৃজন, বৃক্ষরোপন, মাটি, জল ও বন্যা সংক্রান্ত স্পষ্ট ছবি পাঠাবে এই স্যাটেলাইট।বাকি ২টি স্যাটেলাইটের মধ্যে একটি তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীরা। এই স্যাটেলাইটে নাম INSPIREsat-1। উপগ্রহ তৈরিতে তাদের সাহায্য করেছে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অ্যাটমোস্ফিক অ্যান্ড স্পেস ফিজিক্স বিভাগ। এছাড়া সিঙ্গাপুরের NTU এবং তাইওয়ানের NCU এর তরফেও বাড়িয়ে দেওয়া হয় সাহায্যের হাত।এই উপগ্রহ আয়নমণ্ডলের গতিবিদ্যা ও সূর্যের তাপ সংক্রান্ত তথ্য দেবে। অন্য স্যাটেলাইটটি (INS-2TD) ভারত ও ভূটানের যৌথ উদ্যোগে (INS-2B) গঠিত। এতে রয়েছে থার্মাল ইমেজিং ক্যামেরা। এর ফলে ভূমির তাপমাত্রা, হ্রদ ও অন্য জলাভূমির উপরের তাপমাত্রা, বন, কৃষি ও দিনরাতের তাপমাত্রা মাপা যাবে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?