অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। বিশ্বের ‘ব্যস্ততম’ ক্রিকেটার টিম ডেভিডকে দলে নিয়ে চমকে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার আইপিএল নিলামের শেষ দিনে লম্বা সময় ধরে দর-কষাকষির শেষে ৮ কোটি ২৫ লাখ রুপির বিনিময়ে সিঙ্গাপুরের একমাত্র প্লেয়ারকে দলে ভেড়ায় মুম্বাই। দলটি হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে তাকে নিয়েছে বলে ভাবা হচ্ছে।
নিলামে টিম ডেভিডের ভিত্তি মূল্য ছিল ৪০ লাখ রুপি। তাকে নিতে ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। পরে যোগ দেয় লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। তবে বাজিমাত করে মুম্বাই ইন্ডিয়ান্স। গত মৌসুমের দ্বিতীয় পর্বে টিম ডেভিডকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটা ম্যাচও তিনি খেলার সুযোগ পাননি।
তবে তার ছয় মারার দক্ষতার সঙ্গে পরিচিত অনেকেই। বিশেষ করে যারা টি-টোয়েন্টি লিগগুলো দেখে থাকেন। তিনি একমাত্র প্লেয়ার যিনি বিশ্বের প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেলেছেন। তবে নজর কাড়েন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। গত কয়েক মাসে তিনি বিশ্বের ছয়টা জায়গায় মোট আটটা টুর্নামেন্ট খেলেছেন। প্রতিটা টুর্নামেন্টেই তিনি দাপটের সঙ্গে খেলেছেন। ২০২১ সাল থেকে শুরু হয় বিশ্বজুড়ে তার টি-টোয়েন্টি লিগ খেলা।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত তিনি খেলেছেন আটটা টুর্নামেন্ট। টিম ভেডিড জন্মসূত্রে সিঙ্গাপুরিয়ান। তবে নিজের ক্রিকেটের বেশির ভাগটাই অস্ট্রেলিয়ার পার্থে কাটিয়েছেন। কিন্তু সেই সময় তিনি মাত্র দ্বিতীয় শ্রেণির ক্রিকেট পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন। এরপর তিনি সিঙ্গাপুরের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। সেখান থেকে ধীরে ধীরে বিগ হিটার হয়ে ওঠেন।
গত মৌসুমে বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের হয়ে দুর্দান্ত খেলার পর তার কাছে পাকিস্তান সুপার লিগের ডাক আসে। পাকিস্তান সুপার লিগ শেষ করে তিনি চলে যান নেদারল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে। তারপর ইংল্যান্ডে সারেরর হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যান। এরপর সেখান থেকে দি হ্যান্ড্রেডের ফাইনাল খেলেন ও জেতেন। এবার পালা আইপিএল মাতানোর।