অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে ক্যাম্প ন্যুয়ে এসেছিলেন। এরপর থেকে বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম সেনাপতির নাম— জেরার্ড পিকে। লা লিগায় রবিবার এস্পানিওলের বিপক্ষে কাতালান জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ৫৯৪তম ম্যাচ খেলেছেন তিনি। বার্সার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন পিকে। সেই সঙ্গে টপকে গেলেন কার্লোস পুয়োলকে।
বার্সার হয়ে ৫৯৩ ম্যাচ খেলে অবসরে যান ক্যাম্প ন্যুর সাবেক অধিনায়ক-ডিফেন্ডার। ৩৫ বছর বয়সী পিকের সামনে এখন বার্সার হয়ে ৬০০ ম্যাচে খেলার হাতছানি। কাতালান জায়ান্টদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সবার ওপরে লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সার জার্সিতে মাঠে নেমেছেন ৭৭৮ ম্যাচ। ৭৬৭ ম্যাচ খেলে পরের স্থানে জাভি। বর্তমানে এই স্প্যানিশ মিডফিল্ডার ক্যাম্প ন্যুর প্রধান কোচ হিসেবে দায়িত্বে আছেন। তৃতীয় স্থানে আরেক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১৮ সালে কাতালোনিয়া ছাড়ার আগে বার্সার হয়ে ৬৭৪ ম্যাচ খেলেছেন তিনি।
৬৬০ ম্যাচ খেলে চারে আছেন মিডফিল্ডার সার্জিও বুসকেটস। সর্বোচ্চ ম্যাচ খেলার সংক্ষিপ্ত তালিকায় থাকা বুসকেটস ও পিকে এখনো খেলে যাচ্ছেন বার্সার হয়ে। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন জাভি ও পুয়োল। অন্যদিকে অবসর না নিলেও নতুন ঠিকানায় মেসি ও ইনিয়েস্তা। মাইলফলকে পা রাখার ম্যাচটি অবশ্য স্মরণীয় হয়নি পিকের। এস্পানিওলের মাঠে বার্সার ২-২ ব্যবধানে ড্রয়ের ম্যাচে শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এই সেন্টার-ব্যাক।