অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। কোকেন নেওয়ার অভিযোগে ১২ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ইতালিয়ান স্ট্রাইকার ফ্রান্সেসকো ফেলাচি। ৪৬ বছর বয়সে এসে খেলেছেন প্রতিযোগিতামূলক ম্যাচ। ফিওরেন্তিনা ও সাম্পদোরিয়ার সাবেক এই তারকা ১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে ইতালিয়ান শীর্ষ লিগে একশ’র বেশি ম্যাচ খেলেছেন।
সিরি’বিতে ব্রেসিয়ার হয়ে খেলার সময় কোকেন নেওয়ার অভিযোগে প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে এক যুগের জন্য নিষিদ্ধ হন তিনি। অনেকে ভেবেছিলেন, এই নিষেধাজ্ঞার মধ্যে শেষ হয়ে যাবে ফেলাচির ক্যারিয়ার। কিন্তু সব জল্পনাকে মিথ্যে প্রমাণ করে মাঠে ফিরেছেন তিনি। তাও ৪৬ বছর বয়সে। ঘরের ক্লাব ফ্লোরেন্সের পঞ্চম স্তরের দল সিগনা ১৯১৪-এর হয়ে এই সপ্তাহে মাঠে নামেন তিনি। তার আগে ক্লাবটির হয়ে পাঁচ মাস অনুশীলন সারেন ফেলাচি।
প্রাতো ২০০০-এর বিপক্ষে ম্যাচটিতে ৩০ মিনিট খেলেছেন তিনি। এই ম্যাচ দিয়ে অবশেষে ফুটবলে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইতালি যুব দলের সাবেক এই ফুটবলার। নিজের পুনর্জন্ম হয়েছে বলে মনে করেন তিনি। গাজ্জেত্তা দেল্লো স্পোর্টকে ফেলাচি বলেন, ‘নিষেধাজ্ঞার ১২ বছর পর এই দিনে ফিরলাম, এটা আমার পুনর্জন্ম। এটাই প্রমাণ করেছি যে, আমিও পুর্ননির্মিত হয়েছি। ’