অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। লুক ডি ইয়ংয়ের শেষ মুহূর্তে নাটকীয় গোলে হার এড়িয়েছে বার্সেলোনা। রোমাঞ্চকর লা লিগা ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জাভির দল। এর আগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-২ ব্যবধানের দুর্দান্ত জয় পেয়েছিল বার্সা। কিন্তু এস্পানিওলের মাঠে সেই ফর্ম নিয়ে আসতে পারেনি কাতালান জায়ান্টরা।
পেদ্রির ভলিতে দ্বিতীয় মিনিটে এগিয়ে গিয়েছিল বার্সা। তবে সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। ৪০তম মিনিটে সের্গি দারদারের গোলে সমতায় ফেরে এস্পানিওল। এরপর ৬৪তম মিনিটে রাউল দে টমাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভিসেন্তে মোরেনোর দল। নাটক জমে ওঠে ম্যাচের শেষ মুহূর্তে। যোগ করা অতিরিক্ত দ্বিতীয় মিনিটে দশ জন হয়ে যায় দুই দল। মেজাজ হারিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সার জেরার্ড পিকে ও এস্পানিওলের নিকো মেলামেড।
ষষ্ঠ মিনিটে আডামা ত্রাওয়েরের ক্রসে হেডে বার্সাকে সমতায় ফেরান বদলি হিসেবে মাঠে নামা লুক ডি ইয়ং। কিন্তু নাটক তখনো বাকি। ম্যাচ শেষে লাল কার্ড দেখেন এস্পানিওলের মানু মোরলানেস। ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু ৮ মিনিট পরেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এই ফল যন্ত্রণাদায়ক বটে স্বাগতিকদের জন্য। কারণ ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবারের মতো বার্সার বিপক্ষে ডার্বি জয়ের নিশ্বাস দূরত্বে চলে এসেছিল তারা। শেষদিকে জাভির দল এস্পানিওলের গোলপোস্ট লক্ষ্য করে একের পর এক ক্রস করেছে গোলের আশায়। আর শেষ বাঁশি বাজার আগে ফিরে স্বস্তির সমতায়। এই জয়ে অ্যাতলেতিকোকে টপকে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে বার্সা। ২৩ ম্যাচে দু’দলের পয়েন্ট সমান ৩৯। যেখানে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ১৫ পয়েন্ট। ২৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে এস্পানিওল।