অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না স্টিভেন স্মিথ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সুপার ওভারে জয়ের ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, স্মিথকে আগামী কয়েক দিন নিম্ন স্তরের প্রটোকলের মধ্যে থাকতে হবে।
৬-৭ দিনের মধ্যে তিনি সম্পূর্ণ সেরে উঠবেন। সিডনিতে লঙ্কানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার সুপার ওভারের নাটকীয় জয়ের ম্যাচের শেষ ওভারে মিড উইকেটে মারেন মহেশ থিকসেনা। বাজ পাখির মতো লাফিয়ে পরে বল আটকিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন স্মিথ। কিন্তু বল আটকালেও আগেই বাউন্ডারি লাইনে পা ছোঁয়ায় ৬ রান দেন আম্পায়ার। দারুণ ড্রাইভে প্রশংসা কুড়ালেও মাথায় আঘাত পান স্মিথ। যার ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে পাচ্ছে না অজিরা। স্মিথ দল থেকে ছিটকে গেলেও নতুন কাউকে অন্তর্ভুক্ত করেনি স্বাগতিকেরা। পাঁচ টি-টোয়েন্টি সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে ১৫ ফেব্রুয়ারি, ক্যানবেরায়।