অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। প্রথমবারের মতো আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছিলেন পেসার এবাদত হোসেন। তার সঙ্গে তালিকায় ছিলেন দুই আফ্রিকান কিগান পিটারসেন ও দেওয়াল্ড ব্রেভিস। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মাস সেরা হয়েছেন পিটারসেন।
এই প্রোটিয়া টেস্ট সেনসেশন ঘরের মাটিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় দ. আফ্রিকা। পিটারসেন সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬২ রান করে প্রোটিয়াদের লিড এনে দেন।
দ্বিতীয় ইনিংসের ২৪০ রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে খেলেন ২৮ রানের ইনিংস। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দুই ইনিংসে ফিফটি করেন তিনি। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে ৭২ রান করে প্রোটিয়াদের সিরিজ জেতান পিটারসেন। ২৮ বছর বয়সী ব্যাটার ২৭৬ রান করে সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হন। সিরিজ সেরাও হন পিটারসেন।
অন্যদিকে আইসিসি মাস সেরার তালিকায় থাকা এবাদত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য বাংলাদেশকে পরাজিত করে কিউইরা। ১-১ ব্যবধানে ড্র হয় সিরিজটি। দুই টেস্ট সিরিজে ২৯.৩৩ গড়ে ৯ উইকেট নেন এবাদত। তালিকায় থাকা ব্রেভিসের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। যুব বিশ্বকাপের ৬ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৮৪.৩৩ গড়ে রেকর্ড ৫০৬ রান সংগ্রহ করেন তিনি। ২৮.৫৭ গড়ে ৭ উইকেটও নেন ১৮ বছর বয়সী এই তারকা।
দ. আফ্রিকার সাবেক অধিনায়ক ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাট করতে পারেন বলে ব্রেভিসের নামও হয়ে গেছে ‘বেবি এবি’। যুব বিশ্বকাপে নজর কেড়ে প্রথমবারের মতো আইপিএলে দলও পেয়েছেন ব্রেভিস। মেগা নিলামে তাকে ৩ কোটি টাকায় কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ানস।