অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনিতে রবিবার ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে অজিদের সমান ১৬৪ রান করলে টাই হয় ম্যাচ। পাথুম নিশাঙ্কা ৫৩ বলে ৭৩ রানে অসাধারণ ইনিংস খেলেন।
শেষ ওভারে ১৯ রান তুলে ম্যাচ টাই করে অতিথিরা। নিশাঙ্কার সঙ্গে অধিনায়ক দুষ্মন্ত চামিরা দুর্দান্ত খেলেছেন। ১৯ বলে ৩৪ রান করেন তিনি। তবে সুপার ওভারে খুব সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ১ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৫ রান করতে পারে। ৬ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতেই পেরিয়ে যায় গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস জুটি।
ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলে ম্যাক্সওয়েল সিঙ্গেল নেন। পরের দুই দলে চার হাঁকিয়ে ম্যাচ শেষ করেন মার্কাস স্টয়নিস। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে লিড পায় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টি আইনে ২০ রানে জিতেছিল অজিরা। অজিদের ম্যাচ জয়ের নায়ক এদিন জস হ্যাজলউড।
২২ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পর সুপার ওভারেও দুর্দান্ত বল করেন এই ডানহাতি পেসার। তার করা সুপার ওভারে কোনো বাউন্ডারি নিতে পারেনি লঙ্কান ব্যাটররা। এর আগে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন জশ ইংলিশ। ৩২ বলে ৪৮ রান করেন তিনি ৫ চারে। লঙ্কানদের পক্ষে দুষ্মন্ত চামিরা ও হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন জশ হ্যাজলউড। মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যে ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী।