অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। সীমান্তে বিপুলসংখ্যক রুশ সৈন্য মোতায়েনের কারণে পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে মস্কো যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। তবে মস্কো হামলার পরিকল্পনার কথা অস্বীকার করছ বলছে, ন্যাটোর মিত্রদের আগ্রাসনের বিরুদ্ধে নিজের দেশকে নিরাপদ রাখার ব্যবস্থা নিচ্ছে তারা।
ইউক্রেনে আগ্রাসন শুরু হলে কোন দিক থেকে রাশিয়া সামরিক অভিযান চালাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, ইউক্রেন সীমান্তের তিন দিকে সৈন্য মোতায়েন করে চাপ সৃষ্টি করেছে রাশিয়া। দক্ষিণের ক্রিমিয়া সীমান্ত, দুই দেশের সীমান্তে রাশিয়া অংশ ও উত্তরে বেলারুশ সীমান্ত থেকে আগ্রাসন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া যে তিন দিক থেকে অভিযান চালাতে পারে, সেসব এলাকায় নজর রাখছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো। এসব এলাকায় রাশিয়ার গতিবিধি দেখা যাচ্ছে। এদিকে, ইউক্রেনের পুলিশ, ন্যাশনাল গার্ড ফোর্স, বর্ডার গার্ড সার্ভিস এবং জরুরি উদ্ধার তৎপরতা ও সেবাদানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো শনিবার একটি অনুশীলনে অংশ নেয়। বিবিসি জানায়, রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ার সীমান্তে দক্ষিণ খেরসন অঞ্চলে সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যে এই অনুশীলন অনুষ্ঠিত হয়। অনুশীলনে অংশ নিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়া যে কোনো সময় হামলা করতে পারে। কিন্তু তাদের হামলা ঠেকানো এবং আক্রমণের যে হুঁশিয়ারি দেয়া হচ্ছে তা আতঙ্ক তৈরি করতে পারে। হামলা সংক্রান্ত নানা ধরনের তথ্য জোগাড় করা তাদের জন্য খুব জরুরি। ’
একই ধরনের অনুশীলন ইউক্রেন সীমান্তের অন্যান্য অঞ্চলেও হবে বলে জানানো হয়।