স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী।। আজ দুপুরে রাজধানী আগরতলার কুমারীটিলাস্থিত বেসিক ট্রেনিং কলেজের মাঠে স্থানীয় ৩ টি ক্লাবের (বর্ণালী সংঘ-রিক্রিয়েশন ক্লাব-শৈব সংঘ) এর উদ্যোগে আয়োজিত “বি.আর.এস ইউনিটি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট -২০২২” এর শৈব সংঘ বনাম সানডে একাদশের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি জানান, আমার তরফ থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে অনেক অনেক আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি “বি.আর.এস ইউনিটি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট -২০২২” এর সার্বিক সফলতা কামনা করছি।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ তাপস ঘোষ, আগরতলা পৌর নিগমের ৫নং ওয়ার্ডের কাউন্সিলার লতা নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।