অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মেয়াদের ৬ বছর দুর্দান্ত কাটিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ওল্ড ট্রাফোর্ডে তার দ্বিতীয় অধ্যায় কাটছে সম্পূর্ণ ভিন্নভাবে। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে খারাপ ফল, ড্রেসিংরুমের সমস্যা এবং অফ-ফিল্ড সমস্যা যাচ্ছেই না রেড ডেভিলদের।
যা প্রভাব ফেলছে রোনালদোর পারফরম্যান্সেও। পুরোনো ফর্ম ফেরানোর জন্যও লড়তে হচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে।ইউনাইটেডের সঙ্গে রোনালদোর চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। তবে সম্ভাবনা রয়েছে, চুক্তি শেষ হওয়ার আগেই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে পারেন সিআর সেভেন। ইংলিশ গণমাধ্যম দ্য সান-এর বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
গণমাধ্যমে প্রকাশ, ওল্ড ট্রাফোর্ডের খেলোয়াড়দের মান নিয়ে অসন্তুষ্ট রোনালদো। নতুন ঠিকানা হিসেবে তিনি যেতে পারেন প্যারিসে। পিএসজির সঙ্গে যদি রোনালদো চুক্তি করেন তবে প্রথমবারের মতো এক জার্সিতে দেখা যাবে সময়ের তিন সেরা ফুটবলার লিওনেল মেসি, রোনালদো ও নেইমারকে।
জুভেন্টাস ছেড়ে গত গ্রীষ্মে ইউনাইটেডে ফেরেন রোনালদো। প্রত্যাবর্তনটাও দুর্দান্ত হয় তার। প্রথম ৫ ম্যাচে করে ফেলেন ৫ গোল। রোনালদোর হাত ধরে রেড ডেভিলরা স্বপ্ন দেখছিল প্রিমিয়ার লিগ পুনরুদ্ধারের। গত ৮ মৌসুম ধরে লিগ শিরোপা জিততে পারেনি তারা।
তবে শুরুর নৈপুণ্য ধরে রাখতে পারেনি ইউনাইটেড ও রোনালদোও। তার মধ্যে কোচ ওলে গানার সুলশারের পরিবর্তে রেড ডেভিলদের দায়িত্ব নিয়েছেন রাল্ফ রাংনিক। তারপরও চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষ চারে নেই ইউনাইটেড। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ছয়ে রেড ডেভিলরা।