অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। ইউনিয়ন ডে পালন উপলক্ষে আট শতাধিক বন্দীকে মুক্তি দেবে বলে শনিবার জানিয়েছে মিয়ানমারের জান্তা। সরকারের মুখপাত্র জাও মিন তুন বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউনিয়ন ডে’র হীরক জয়ন্তী স্মরণে এক ক্ষমার আদেশ অনুযায়ী ৮১৪ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে।
প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয় মিয়ানমারে।যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশির ভাগই বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনের কারাগারে রয়েছেন।তবে আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টার্নেল এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কিনা সে বিষয় কিছু জানাননি।
টার্নেল অর্থনীতির অধ্যাপক। তিনি গত ফেব্রুয়ারিতে অপসারিত বেসামরিক নেত্রী অং সান সু চির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েক দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে মিয়ানমারের অফিশিয়াল সিক্রেট আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়, অপরাধ প্রমাণিত হলে তাকে ১৪ বছরের সাজা ভোগ করতে হবে।
জান্তা সরকার গত বছর ইউনিয়ন ডে’তে প্রায় ২৩ হাজার বন্দীর মুক্তি দিয়েছে।গত বছরের ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ বিক্ষোভে দেড় হাজারের বেশি লোক নিহত এবং ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়।