অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। আরো একটি হতাশার ফল ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সাউদাম্পটনের বিপক্ষে পয়েন্ট হারাল ক্রিস্তিয়ানো রোনালদোরা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শনিবার সাউদাম্পটনের বিপক্ষে ১-১ ড্র করে ইউনাইটেড।
ক্রিস্তিয়ানো রোনালদো পারেননি গোল করতে। এ নিয়ে টানা ছয় ম্যাচ গোল করতে ব্যর্থ হলেন পর্তুগিজ সুপারস্টার। ২১ মিনিটে জাদোন সানচো এগিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের। বিরতির পরই এডামস সমতা এনে দেন সাউদাম্পটনকে।
চলতি লিগে দুই দলের প্রথমবারের দেখায়ও ১-১ ড্র হয় ম্যাচ।এদিনের ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল ইউনাইটেড। লিগে আগের ম্যাচে বার্নলির বিপক্ষে ড্রর সঙ্গে এফএ কাপের মিডলজব্রার বিপক্ষে রয়েছে হার। এদিনের ড্রয়ে শীর্ষ চারে ওঠার সুযোগ হারাল ইউনাইটেড। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে তারা।
সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে সাউদাম্পটন। সব প্রতিযোগিতা মিলে নিজেদের শেষ ১০ ম্যাচে যারা মাত্র একটিতে হেরেছে। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৫১, এক ম্যাচ কম খেলেছে তারা।