অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। ভিন রাজ্যে কাজ করতে যাওয়াই কাল হল মহিলার। এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মরু রাজ্য রাজস্থান। রাজস্থানের চুরু শহরে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৫ বছর বয়সী এক তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করেছে বলে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসপি মমতা সারস্বত বলেন, “কাজ পাইয়ে দেওয়ার অজুহাতে চার যুবক নির্যাতিতাকে চুরুতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর চার অভিযুক্তই তার হাত-পা বেঁধে পরে নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে, দড়িটি একটি খুঁটিতে আটকে যাওয়ায় মেয়েটির প্রাণরক্ষা হয়।”
এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে। মমতা আরও জানান, “অভিযুক্তের মেডিক্যাল চেক-আপ একটি সরকারি হাসপাতালে করা হয়েছে এবং নির্যাতিতার বক্তব্যের পক্ষে যুবকদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।”
মহিলা থানা পুলিশ এই বিষয়ে চুরুর ইন্দরপুরার বাসিন্দা বিক্রম সিং, ভবানী সিং, দেবেন্দ্র সিং এবং চেইনপুরার বুল্লা ওরফে সুনীলের বিরুদ্ধে আইপিসির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে। বলা হচ্ছে, অভিযুক্ত ভবানী সিংহ একটি সরকারি স্কুলের শিক্ষক। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
নির্যাতিতা জানিয়েছেন, বিক্রম রাজপুত, ভবানী, দেবেন্দ্র সিং ওরফে বুল্লা এবং সুনীল রাজপুত চেইনপুরা বাড্ডা ঘরে মদ্যপান শুরু করেন। ওই যুবকদের কাজ পাইয়ে দিতে বলায় অভিযুক্ত দেবেন্দ্র সিং হুমকি দিয়ে বলেন, তিনি আপনাদের কাজ দেবেন না। এরপর তাকে ধর্ষণ করে।
এর পর বিক্রম ও অন্য যুবকেরাও তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই চার যুবক নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে।