অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। সারা বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে চলতি বছরই করোনা মহামারি বিদায় নেবে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আল-জাজিরার খবরে বলা হয়েছে, সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস শুক্রবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
গেব্রেয়াসুস বলেন, এই ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে। তিনি বলেন, ‘যদি ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তবে সত্যি এই মহামারি বিদায় নেবে এবং এটাই আমরা প্রত্যাশা করছি। আর এই টিকা কর্মসূচি আমাদের হাতে।
এটা ঠিক সুযোগ নেওয়ার বিষয় নয়। এই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন করব কি না, সেটা আমাদের বেছে নেওয়ার বিষয়।’ মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে আরএনএ টিকা তৈরিকারক প্রতিষ্ঠান আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস পরিদর্শন করে তিনি বলেন, ‘এই টিকার দাম কম হবে এবং কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই টিকা ভালো হবে বলে আমাদের প্রত্যাশা।’ আফ্রিকায় তৈরি এই টিকা শেষ ধাপের পরীক্ষার জন্য প্রস্তুত হবে আগামী নভেম্বরে।
ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে এই টিকা অনুমোদন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক টিকা সরবরাহের উদ্যোগ কোভ্যাক্সের সহায়তায় যে প্রতিষ্ঠানগুলো টিকা তৈরির কাজ করছে, সেগুলোর অন্যতম এই আফ্রিজেন।