স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৩ ফেব্রুয়ারী।। যুব সম্প্রদায়কে নেশার আগ্রাসী সংস্পর্শমুক্ত রাখার উৎকৃষ্ট পন্থা শরীর চর্চা ও ক্রীড়াভ্যাস l রাজ্যে আরও সিন্থেটিক ফুটবল মাঠ তৈরী সহ খেলাধুলার সুযোগ বিকেন্দ্রীকরণ, জাতীয় ও আন্তর্জাতিক আঙিনায় অংশগ্রহণের উপযোগী ক্রীড়া-চর্চার অত্যাধুনিক মানোন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা রূপায়িত হচ্ছে l
কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, ত্রিপুরার মাটি থেকে অবৈধ নেশার উৎখাত ও মাদক কারবারিদের সনাক্তকরণে, সর্বাঙ্গীন সহযোগীতা আবশ্যক l
আজ গোমতী জেলার রমেশ স্কুল মাঠে আয়োজিত, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত নবদ্বীপ দাস মেমোরিয়াল নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী কথাগুলি বলেন l
তিনি জানান, আজ উদয়পুরে নবদ্বীপ দাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনেল ম্যাচের উদ্বোধনী পর্বে ব্যাট হাতে আমার ছেলেবেলার স্মৃতিগুলি যেন উজ্জ্বল হয়ে উঠলো l রাজ্যের যুবসমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রাখতে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। আমি সকল যুবাদের আহ্বান করবো পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হতে।