অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। আইপিএলের আসছে আসরে রাজস্থান রয়্যালসে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। যে দলে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ২০১৯ সালে পাঞ্জাব কিংসে খেলার সময় যাকে ‘মানকাডিং’ আউট করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ভারতীয় স্পিনার।
শনিবার আইপিএল নিলামের প্রথম দিনে পাঁচ কোটি রুপিতে অশ্বিনকে নিয়েছে রাজস্থান। এরপরই এক ভিডিও বার্তায় অশ্বিন বলেন, ‘রাজস্থান রয়্যালস আমাকে নিয়েছে। আমি অত্যন্ত খুশি যে ওরা আমায় নিয়েছে। ২০১৮ সালের বড় নিলামে আমায় নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। অবশেষে সেটা পূরণ হল।
ভিডিওতে বাটলারকে নিয়েও কথা বলেন অশ্বিন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে জোসের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার ক্ষেত্রে মুখিয়ে আছি।’ রাজস্থানের সিইও ক্যাক লাশ ম্যাকক্রাম বলেছেন অশ্বিনকে নেওয়ার আগে বাটলারের সঙ্গে কথা বলে নিয়েছেন তারা, ‘আমরা অশ্বিনকে নেওয়ার আগে বাটলারের সঙ্গে কথা বলেছি।
ওর কোনো সমস্যা নেই।’যোগ করেন, ‘নেটে নিজেদের মধ্যে কথা বলে ওরা মিটিয়ে নেবে। এক সঙ্গে খেলতে দু’জনেই মুখিয়ে রয়েছে।’রাজস্থান রয়্যালস এবারের আসরের জন্য জস বাটলার, সাঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালকে ধরে রেখেছিল।