অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিস তার স্ত্রী ফারিয়াল ওয়াকারের সঙ্গে ২২তম বিবাহ বার্ষিকী উদ্যাপন করলেন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াকার স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে পোস্টও দিয়েছেন।
স্ত্রীর সঙ্গে নিজের এবং তিন সন্তানের ছবি দিয়ে কোলাজ তৈরি করেছেন। ক্যাপশনে লিখেছেন রোমান্টিক মেসেজ। জীবনের উত্থান-পতনে তার পাশে থাকা এবং তিনটি সন্তান উপহার দেওয়ার জন্য ওয়াকার ধন্যবাদ জানিয়েছেন ফারিয়ালকে। প্রেম ও কৃতজ্ঞতা ভরা ক্যাপশনে ওয়াকার লিখেন, ‘আমার এবং তিন মাস্কেটিয়ারের সঙ্গে ২২ বছর। ধন্যবাদ বললে যথেষ্ট হবে না। ’