স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১১ ফেব্রুয়ারী।। রাজ্যে গুণগত শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের তিনটি মূল স্লোগান হলো এক ত্রিপুরা- শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা ও সবকা সাথ- সবকা বিকাশ সবকা প্রয়াস।
আজ কৈলাসহর মহকুমার চন্ডিপুরে শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। বিদ্যালয়ের দ্বারোদঘাটন করে শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার রাজ্যের উন্নয়নে গুচ্ছ কর্মসূচি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি রূপায়িত করছে।
ইতিমধ্যে ৩১,২৬৩ জন শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ঊনকোটি জেলায় বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় ১০টি স্কুলকে আনা হয়েছে। রাজ্যের ১৩৫টি স্কুলকে বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে।
বৃত্তিমূলক শিক্ষাও চালু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় শিক্ষক শিক্ষন ইনস্টিটিউটের (ডায়েট) সুযোগ সম্প্রসারিত হয়েছে। ৪টি মাদ্রাসা ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হয়েছে। রাজ্যে ২২টি কলেজের মধ্যে ২১টি কলেজ নিটের আওতায় এসেছে। ৬টি কলেজে বাংলায় মাস্টার ডিগ্রি পড়ার সুযোগ সম্প্রসারিত হয়েছে। টিআইটিতে ৪টি বিষয়ে এমটেক চালু হচ্ছে।
হোস্টেলগুলিতে মাদার্স ক্যাম্পাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ওয়ার্ক বুক দেওয়া হবে। রাজ্যে আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলেও শিক্ষামন্ত্রী জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রমমন্ত্রী ভগবান দাস বলেন, ছাত্রছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। শিক্ষাই উন্নয়নের পথ দেখায়। রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নতুন অধ্যায় সূচিত হয়েছে।
অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিমল কর। স্বাগত বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার।
এছাড়া বিশিষ্টজনদের মধ্যে ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল দাস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন উপলক্ষ্যে স্মরণিকা চরৈবেতি ও বিদ্যালয়ের তথ্যচিত্রের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
শিক্ষামন্ত্রী শ্রীনাথ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন ও নবনির্মিত বিদ্যালয় ভবনটি ঘুরে দেখেন। উল্লেখ্য, ১৮ কক্ষ বিশিষ্ট নবনির্মিত দ্বিতল স্কুল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৪৪ লক্ষ ১৮ হাজার ৪৩৪ টাকা।