অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরার অনুমতি দেওয়া উচিত কি না তা নিয়ে চলমান অস্থিরতায় মুখ খুলেছেন অভিনেত্রী সোনম কাপুর। ইনস্টাগ্রামে সোনম কাপুর পাগড়ি পরা পুরুষ এবং হিজাব পরা এক নারীর ছবি শেয়ার করে জানতে চেয়েছেন, কেন পাগড়ি পছন্দ করা যেতে পারে কিন্তু হিজাব না।
৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকার ‘সমতা, অখণ্ডতা এবং জনসাধারণের আইনশৃঙ্খলা বিঘ্নিত করে’ এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞাসহ সব স্কুল ও কলেজে একটি ড্রেস কোড বাধ্যতামূলক করার আদেশ জারি করে। এরপর পুরো বিতর্কের সূত্রপাত হয়। একদিন আগে গীতিকার জাভেদ আখতারও হিজাব পরার জন্য নারীদের হয়রানির নিন্দা করেছিলেন।
তিনি টুইট করেন, ”আমি কখনও হিজাব বা বোরকার পক্ষে ছিলাম না। আমি এখনও এ মতের পক্ষে আছি, কিন্তু একই সঙ্গে এই গুন্ডাদের জন্য আমার গভীর অবজ্ঞা ছাড়া আর কিছুই নেই; যারা নারীদের একটি ছোট দলকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাও ব্যর্থ হয়েছে। এটা তাদের ‘পুরুষ’র ধারণা। কী দুঃখের বিষয়”।