অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। আর্সেনালের আক্রমণভাগের তারকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর রক্ষণভাগ সামাল দেওয়ার দায়িত্বে আছেন আরেক গ্যাব্রিয়েল। দুজনই ব্রাজিলিয়ান। তবে প্রয়োজনের সময় গানারদের জয় এনে দিয়েছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল। অন্যদিকে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড মার্তিনেল্লি।
শেষ পর্যন্ত উলভসের বিপক্ষে তাদেরই মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। চলতি বছরে গানারদের এটি প্রথম জয়। ৪০ দিন পর জালের দেখা পয়েছে তারা। ২৫তম মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তের ফ্লিক-অন থেকে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল। চলতি মৌসুমে লিগে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এটি তৃতীয় গোল।
তবে ম্যাচের শেষদিকে বেশ চাপে থাকতে হয় আর্সেনালকে। মার্তিনেল্লি ৬৯তম মিনিটে ফাউল করে বসেন চিকুইনহোকে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গানার ফরোয়ার্ডকে। তবে গোল করার পাশাপাশি টিয়ার্নি-হোয়াইটদের নিয়ে রক্ষণটাও দারুণভাবে সামাল দেন গ্যাব্রিয়েল। গত ছয় ম্যাচে গানারদের এটি প্রথম জয়। এই জয়ে ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে মাইকেল আর্তেতার দল। ৩৪ পয়েন্ট নিয়ে আটে উলভস।