অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। আক্রমণাত্মক ব্যাট চালানোর জন্য অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে প্রায় তুলনা করা হয় ভারতের ঋষভ পন্তকে। দুজনে বাঁ-হাতি ব্যাটার ও উইকেটরক্ষকও। এবার সর্বকালের সেরা উইকেটরক্ষক গিলক্রিস্টের সঙ্গে পন্তের তুলনা দিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিং।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের চোখে গিলক্রিস্ট ও পন্ত প্রায় একই। গিলক্রিস্টকে খুব কাছ থেকে দেখেছেন পন্টিং। দুজনে ছিলেন জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ। সেই সুবাদে গিলক্রিস্টের ক্রিকেট দর্শন বেশ ভালোভাবেই জানেন পন্টিং।
পন্তকেও লম্বা সময় ধরে জানেন তিনি। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচ হওয়ার কারণে দলটির অধিনায়ক পন্ত সম্পর্কেও ধারণা আছে পন্টিংয়ের। সাবেক এই অজি তারকাই জানালেন, গিলক্রিস্ট ও পন্তের মধ্যে ব্যাটিংয়ের মধ্যে বেশ মিল রয়েছে। পন্টিং বলেন, ‘উভয়ে কিছুটা একই।
পন্ত মেরে খেলতে পছন্দ করে। খুব বেশি চঞ্চল এবং উইকেটের পেছনে সে বেশি কথা বলে। সে প্রতিযোগিতা পছন্দ করে। গিলিও প্রতিযোগিতা পছন্দ করত।চুপচাপ নিজের মতো থাকত। তবে ব্যাটিংয়ে নামলে একেবারে আলাদা হয়ে যেত। তখন সে পুরো পন্তের মতো হয়ে যেত। ’